প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার সীমানা কি?
উ: চুয়াডাঙ্গা জেলার সীমানা:
✅ উত্তরে: মেহেরপুর ও কুষ্টিয়া
✅ দক্ষিণে: ঝিনাইদহ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য
✅ পূর্বে: ঝিনাইদহ
✅ পশ্চিমে: মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার আয়তন কত?
উ: ১,১৭০.৮৭ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: আলোকিত চুয়াডাঙ্গা।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার গ্রাম কতটি?
উ: ৫১৪টি।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৪০ টি।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ৪ টি। চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার থানা কতটি ও কি কি?
উ: ৫টি। চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর, দর্শনা।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার পৌরসভা কতটি?
উ: ৪ টি। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুরহুদা ও জীবননগর।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার নদ-নদী কি কি?
উ: নবগঙ্গা, ইছামতি, মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা ইত্যাদি।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: চিনিকল, ঔষধ শিল্প, কটন মিল ইত্যাদি।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: ঠাকুরপুর মসজিদ, শিবনগর মসজিদ, জামজামি মসজিদ, হাজার দুয়ারি স্কুল, কার্পাস ডাঙ্গা নীলকুঠি, শ্যামনগর জমিদার বাড়ি, দর্শনা চিনিকল, ঘোলদাড়ি জামে মসজিদ, তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ, ঘোলদাড়ি নীলকুঠি ইত্যাদি।
প্রশ্ন: চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: সুকুমার বিশ্বাস, ডা. আহসান-উল-হক, আবদুল মালেক, মুন্সী জমির উদ্দিন।